আমার তীক্ষ্ণ এক অভিজ্ঞতা

0 comments 36 views 2 minutes read

কোন মন্তব্য করার মতো কিছুই নেই।
তবু সমাজের নীরবতা যেন নিজেই এক মন্তব্য — অদৃশ্য অথচ গর্জনময়।

আজকের এই সমাজে মন্তব্য, প্রতিবাদ কিংবা সাধারণ মানুষের অনুভূতির আর কোনো মূল্য নেই।
যেখানে প্রত্যেকেই নিজের মতকে সত্য বলে মানিয়ে নিতে চায়,
আর যাদের কোনো ক্ষমতা বা প্রভাব নেই—তাদের কণ্ঠস্বর নিঃশব্দ করে দেওয়া হয় সভ্যতার নামে।

এখনকার সমাজে এক অদ্ভুত দৃশ্য—
সবাই রাজা, কিন্তু প্রজারা নেই।
যে যত প্রভাবশালী, সে তত বড় ‘সত্যের মালিক’।
বিচার আর বিবেকের মানদণ্ড যেন হারিয়ে গেছে রাজনীতির কৌশলে, সামাজিক মিডিয়ার চিৎকারে,
আর সাধারণ মানুষের যন্ত্রণার ভিড়ে।

আমি নিজের চোখে দেখেছি—
কেমন করে সততা, পরিশ্রম, আর ন্যায়বোধকে উপহাস করা হয়
আর তার জায়গা দখল করে নিচ্ছে চাটুকারিতা, স্বার্থ, আর ভণ্ড ঐক্যের প্রদর্শনী।
এ যেন নতুন যুগের এক ‘মামু-ভাগিনার মিলনমেলা’,
যেখানে সম্পর্ক নয়, উদ্দেশ্যটাই আসল।

আমার এই তীক্ষ্ণ অভিজ্ঞতা কেবল ব্যক্তিগত নয়,
এটা আমাদের সময়ের আয়না।
যেখানে সত্যকে বলা হয় “বিতর্কিত”,
আর নীরবতাকেই বলা হয় “বুদ্ধিমানের কাজ”।

তবু বিশ্বাস করি—
এই অবরুদ্ধ সমাজেও এখনো কিছু মানুষ আছে,
যারা প্রশ্ন করে, প্রতিবাদ করে, এবং ভেতর থেকে বদল আনার স্বপ্ন দেখে।
তাদের চোখের নীরবতাই আগামী দিনের শব্দ হয়ে উঠবে—
এই বিশ্বাসই আমাকে এখনো কলম ধরতে শেখায়।
ভালো থাকবেন🤗ভালোবাসবেন।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing