ক’দিন আগে আমেরিকায় দুজন লোককে ৯/১১ দু সন্ত্রাসী হামলার জন্যে দায়ী দুজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনার বিশেষত্ব হলে এদেরকে ২২ বছর পর শনাক্ত করা হয়েছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধসে মারা যাওয়া এই দুজনের দেহাবশেষের ডিএনএ বিশ্লেষণের করার পর শনাক্ত করা হয়েছে। দুজনের একজন হলেন পুরুষ এবং একজন নারী। তাদের পরিবারের অনুরোধে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। ২০০১ সালে জঙ্গিরা নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংসের পর কেটে গেছে প্রায় ২২ বছর। ১১ সেপ্টেম্বর ছিল সে হামলার ২২তম বর্ষপূর্তি। কিন্তু আজও সেই হত্যাযজ্ঞের বিভীষিকাময় স্মৃতি আমেরিকার পিছু ছাড়ে নি। জঙ্গি হামলার পর উদ্ধারকর্মীদের তালিকায় মরে যাওোযা মানুষদের নাম জুড়ছে, জুড়েই চলেছে। গেল বুধবার সে তালিকায় আরও ৪৩ জনের নাম যুক্ত করেছে নিউ ইয়র্কের দমকল দফতর। নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন দমকলকর্মী, প্যারামেডিকস থেকে শুরু করে সাধারণ শহরবাসী, যারা হামলার পর উদ্ধারকাজে নেমে পড়েছিলেন। সেই প্রচেষ্টা করতে গিয়ে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাদের। যার জেরে আমরণ ভুগছেন তারা ও দমকলকর্মীরা। এছাড়া প্রাণ হারিয়েছেন আরও ৪৩ জন। সব মিলিয়ে সেদিন নিউ ইয়র্কের ৩৩১ জন দমকলকর্মীর মৃত্যু হয়েছে। এ তথ্য দিয়েছেন নিউ ইয়র্কের ফায়ার কমিশনার লরা কাভানা। সেদিন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আমেরিকার চারটে জায়গায় আছড়ে পড়েছিল আল-কায়দার জঙ্গিরা। তার মধ্যে একটি হামলায় গুঁড়িয়ে গিয়েছিল লোয়ার ম্যানহাটনের ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে’র টুইন টাওয়ার। ওদিন জঙ্গিদের ছিনতাই করা দুটি বিমান সরাসরি ঝাঁপিয়ে পড়ে গু়ঁড়িয়ে দিয়েছিল বিশ্বের কাছে টুইন টাওয়ার বলে পরিচিত ভবনটিকে। আমেরিকার ইতিহাসে এ দিনটি একটি কালো দিন হিসেবে বিবেচনা করা হয়। টুইন টাওয়ার ভবন দুটির জায়গাতে এখন স্মৃতিসৌধ গড়া হয়েছে। ৯/১১ বাইশটি বছর ধরে স্মৃতিসৌধের দেওয়ালটি আরও দীর্ঘ হচ্ছে। কারণ আমরা এমন অনেককে সম্মানিত করছি, যারা সম্পূর্ণ অজানা অচেন মানুষদের জন্য আপন জীবনটিকে দান করেছেন। তাদের কথা আমেরিকাবাসী কখনও ভুলবে না।
96
শাহ্ জে. চৌধুরী
শাহ্ জে. চৌধুরী বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কে বাস করছেন। পত্রপত্রিকায় শাহ্ জে. চৌধুরীর প্রকাশিত কলাম নিয়ে ইতোমধ্যে ‘ভাবনার উৎসে শিরোনামে অনুস্বর পাবলিকেশনস্ থেকে একটি বই প্রকাশিত হয়েছে। পরবর্তীতে ‘অরিজিন অব থটস্’ শিরোনামে ইংরেজিতে অনুবাদ করেন।
previous post
কে শুভাকাঙ্ক্ষি? কিংবা কারা?
next post