হতাশা নয়, আকাঙ্ক্ষা

0 comment 82 views

ভালো ও মন্দ- দুটি আলাদা ও বিপরীতমুখী ব্যাপার।

ভালো ও মন্দের বিভক্তিকে ধর্ম, নীতিশাস্ত্র, দর্শন এবং মনোবিজ্ঞান বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। এই গুরুত্ব দেওয়ার কারণ হলো, মানুষ মূলত এ দুটি প্ররোচনা দিয়ে তার জীবনকে প্ররোচিত করে। এই প্ররোচনা আমৃত্যু চলতেই থাকে।

কিন্তু বাস্তবতা হলো ভালো ও মন্দের মাঝখানে যে বিভাজন রেখাটি রয়েছে, ওই রেখাটিই মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করতে থাকে। এই বিভ্রান্তিই মানুষকে তার লক্ষ্য থেকে সরিয়ে দেয়, ভুল বোঝায়, ভুল লক্ষ্যে নিয়ে যেতে চায়। একারণেই মানুষ ভুল করে। আসলে মানুষ ও ভুল তো পরস্পরের পরিপূরক। ভুল মানুষ করবেই।

কবি হেলাল হাফিজ লিখেছিলেন,
“ভুল রমণী ভালোবাসার
ভুল নেতাদের জনসভার
হাইড্রোজনে দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে”

এই কষ্ট সকলেরই থাকে আসলে। কিন্তু ভুল আর ভুলের কষ্ট নিয়ে থাকলে বাকি জীবনটা আর জীবন থাকে না। ওই যে আকাঙ্ক্ষা- ওটাই জীবন আসলে। আকাঙ্ক্ষাই মানুষকে দেয় বেঁচে থাকবার আনন্দ।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing