76
কাল হয়ত আমি বা আমরা থাকব না। কিন্তু সঙ্গে থাকি বা না থাকি- এই মুহূর্তগুলো আমাকে মনে রাখবে, আমাদেরকে মনে রাখবে। এখন ভালোবাসার সময়। আসুন আমরা সকলকে সকলে ভালোবাসি।
আসুন হতাশার বিপরীতে ঐক্যবদ্ধ হই। তাহলে বিজয় কেবল আমাদের নয়,, সকল মানুষের হবে।
কালকে আমি থাকি বা না থাকি, আপনারা থাকবেন। আপনারই মনে রাখবেন আমাকে- এইই আমার অর্জন।
সকলকে শুভকামনা, ভালো থাকুন, সবসময়।