সৌভাগ্যবানের ভাবনা

0 comment 74 views

যে কারও জন্যে ভালো কিছু করা খুবই ভালো- কিন্তু মনে রাখতে হবে এটি কোনও দায়িত্ব বা কর্তব্য নয়। বস্তুত কারও জন্যে কিছু করবার উদ্দেশ্যটা হলো নিজের ভালো লাগার জন্যে। কেননা আমি কারও জন্যে কিছু করতে পারছি- এটা আমার ভালো লাগাকে দ্বিগুণ করে দেয়। ফলে আমি আসলে আমার ভালো লাগাকেই গুরুত্ব দিচ্ছি। আর সেকারণেই আমি মানুষের জন্যে কিছু করতে চাই। এই “আমি” আসলে “আপনি”-ও বটে। এই “আমি” মানুষের জন্যে ভালো কিছু করতে চাওয়া সকলেই।

জীবনে বাঁচতে গেলে আমাদেরকে কারও না কারও ওপর নির্ভর করতেই হয়- এটি অপরিহার্য। নির্ভরতা তো বিশ্বাস। যার নির্ভর করার মতো মানুষ নেই সে আসলে দুর্ভাগা। খুব ভাবতে ভালো লাগে যে আমি তেমন দুর্ভাগা নই। খুব বড় মাপের না হলেও আমার নির্ভর করার মতো মানুষ আছেন। না, তারা সংখ্যায় খুব বেশি নন বটে- তবু আছেন তো!

তারাই আমার আপনজন। তাদেরকে নিয়েই আমার জগত। ঠিক যেমন আর সকলের।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing