সুন্দর জীবনের জন্য

0 comment 56 views

আসুন আমাদের দিনটি শুরু করি। দিনটিকে চমৎকার ভাবে শুরু সবার আগে প্রয়োজন একটি সুন্দর সকাল। কেননা সুন্দর সকাল আমাদের সারাদিন জুড়ে কর্মক্ষম রাখতে সাহায্য করে।

আমাদের ব্যস্ততার জগতে আমরা প্রায় সারাক্ষণই নিজেদের মধ্যে বুঁদ হয়ে থাকি। অথচ নিজেদের তৈরি এই জগত থেকে যদি একটু বের হয়ে তাকাই, দেখতে পাবো আসলেই এর বাইরের পৃথিবীটা অনেক সুন্দর।

আমরা কেন বেঁচে থাকি? জীবনের ওপর দিয়ে শত ঝড় ঝঞ্ঝা বয়ে গেলেও আমরা বেঁচেই থাকতে চাই- কেন?

কারণ হলো, আমরা ভবিষ্যতের জন্য নতুন আশার জাল বুনি, নতুন নতুন স্বপ্ন দেখি, আর এই আশা ও স্বপ্নই আমাদেরকে বেঁচে থাকতে ধাবিত করে। এবং ভবিষ্যতটা তখনই সুন্দর হবে যখন আমরা বর্তমানটিকে সুন্দর করে তৈরি করতে পারব।

সেকারণে একটি সুন্দর দিন আমাদের সবার জন্যেই প্রয়োজন। আজকের দিনটি সুন্দর করে গড়ে তুলতে পারলেই আমাদের আগামীকালটা সুন্দর হয়ে উঠবে।

তাহলে আসুন, আমাদের দিনটি সুন্দর করে শুরু করি। সঙ্গে থাকুক সর্বজনীন প্রেম এবং উদারতা।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing