সম্পর্ক

0 comment 71 views

সম্পর্কের মূল ভিত্তিটি কি সেটি কি আপনি জানেন?

সেটি হলো বিশ্বাস। রিচেল নামে এক দার্শনিক সম্পর্ক সম্পর্ক বলেছেন, ‘সকল সম্পর্কই আলাদা। একেকজন একেক রকম ভালোবাসে।’

এখানে আমরা দুটো বিষয় দেখতে পাচ্ছি। একটি হলো সকল সম্পর্ক আলাদা- মানে আপনার আর আপনার স্ত্রীর মধ্যে আস্থা ও বিশ্বাসে নির্ভর যে সম্পর্ক গড়ে উঠেছে, আর সকল স্বামী-স্ত্রীর মধ্যেও একই সম্পর্ক বিদ্যমান- ব্যাপারটি মোটেও তেমন নয়। দ্বিতীয়ত, আমি আমার স্ত্রী সন্তান কিংবা বাবা-মাকে যতটা ভালোবাসি, আপনি বা অন্য কেউও ততটা ভালোবাসেন কিংবা বাসবেন, এটিও সত্য নয়।

মূল বিষয়টা হলো সম্পর্কের মূল্যায়ন। সম্পর্ককে সকলেই সমান ভাবে মূল্যায়ন করে না আসলে। এই মূল্যায়নটা হয় ব্যক্তির গুণগত মানের ওপর নির্ভর করে। গুণগত মানটি হলো ব্যক্তির যোগ্যতা।

দুঃখজনক হলো, এখন অধিকাংশ মানুষই যোগ্যতা নিয়ে ভাবেন না। তাদের শুধু চাই আর চাই। চাহিদার কোনো শেষ নেই। আপনি এই চাহিদা পূরণ করতে ব্যর্থ হলেই তাদের প্রতিক্রিয়া নামক আঘাতের সম্মুখীন হবেন। এই জায়গাতে এলে দেখবেন সম্পর্ক কেবলই একটি সম্পর্ক নামক নাম সর্বস্ব অসহায় জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে। শুধুই নাম। ওতে নেই আন্তরিকতা, নেই ভালোবাসা, নেই কোনো টান।

আমরা কি এটি পরিবর্তন করে আবার সম্পর্কেকে কোমল জায়গাতে ফিরিয়ে নিতে পারব কোনোদিন?

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing