14
যে কথা মনের কথা—
জানি না কেন,
মুখে এসে থেমে গেলো,
বলা গেলো না।
কত সহজ ছিল বুকে রাখা,
কত কঠিন তা বলা—
শুধু তোমার চোখের দিকে তাকিয়ে থেকে
শব্দগুলো জড়োসড়ো হলো,
অজানা ভয়ে কাঁপলো।
যে কথা বলতে চেয়েছিলাম—
তোমায়, খুব কাছে টেনে নিয়ে,
শুধু একবার বলি—
তুমি আছো বলেই তো আমি আছি।
তবু সে কথা—
কখনো বলা হলো না।