মা-বাবা

0 comment 89 views

দোষ পাবে সব কিছুতেই
বস্তুতে আর স্বজনে
দোষ নেই তো বাবামায়ের
জানে সেটা ক’জনে?

মা-যে পারে সন্তানের দুখ
নিজের করে নিতে
সব ভালোতে ছেলেমেয়ের
নিত্য নামে দেখতে।

সে মায়েরে কষ্ট না দাও
না দাও বাপকে মোটে
মা ও বাবার মন মননে
ছেলেমেয়েটা ফোটে।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing