প্রেম

0 comment 87 views

প্রেমে নীড় ছোট হোক তাতে ক্ষতি নেই

ভালোবাসা আছে অবিরাম

দু’জনের প্রেমে ভরে দেব ঠিক

আকাশ-বাতাস ধরাধাম।

অনটন রোজ উঁকি দেয় দিক

ভয় নেই প্রেম আছে জমা

তুমি যে রোমিও সকাল বিকাল

আমি তোমারই নীলাঞ্জনা।

সুখে-দুঃখে থাকি ভালোবাসা আঁকি

করেছি দুজন মোরা পণ

মনের গহীন গোপন কুটিরে

নিখাদ আমাদের আলিঙ্গন

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing