বিভ্রান্তের দৌড়ের চেয়ে আত্মবিশ্বাসী হাঁটা বেশি সফল। এটিকে অনুসরণ করলে জীবনে অনেক ভালো থাকবেন।
বিভ্রান্তি নিয়ে সকলকে ছাড়িয়ে দৌড়ে সামনে এগিয়ে যাওয়াতে আসলে কোনো সফলতা নেই। কেননা বিভ্রান্তি মানে হলো আপনিসফল হওয়ার লক্ষ্য নিয়ে যেটি দৌডুচ্ছেন সেটি আসলে ভুল তথ্যের সমাহার। তারমানে ওটি ত্রুটিপূর্ণ এবং মিথ্যা।আর মিথ্যা দিয়ে কখনও ভালো কিছু অর্জিত হয় না।
সেকারণে বিভ্রান্তি নিয়ে দৌড়নোরর চেয়ে আত্মবিশ্বাস নিয়ে হাঁটা অনেক বেশি উত্তম।
আত্মবিশ্বাস হলো আত্মপ্রত্যয়। মানে আপনার নিজের শক্তিমত্তা , সক্ষমতা ও যে যোগ্যতা সেতির ওপর আপনার দৃঢ় বিশ্বাস রয়েছে। এটাই আত্মবিশ্বাস । ফলে প্রত্যয় নিয়ে নিজের সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আপনি যখন এগয়ে যাবেন, তখই সফলতা নিজেই এসে আওনার কাছে ধরা দেবে।