জীবন!

0 comment 109 views

বলুন তো মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান কি?

ধন সম্পদ যে নয়- সে তো জানেনই। বন্ধু-স্বজন, মা-বাবা, ভাইবোন, সন্তান?

না, এরা নয়। এরা মানুষের জীবনের জন্যে গুরুত্বপূর্ণ বটে কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান নয়।

মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হলো তার জীবনটাই। জীবনটা যতক্ষণ আছে ততক্ষণই সব গুরুত্বপূর্ণ সম্পর্ক কিংবা জিনিসপত্র। জীবনটা চলে গেলেই সব অর্থহীন। জীবন হলো একটা উপহার। ঈশ্বরের পক্ষ থেকে মানুষের জন্যে উপহার। জীবন যে মূল্যবান এটা বোঝাতেই হয়ত ঈশ্বর মৃত্যুকে অবধারিত করে দিয়েছেন। শুধু যে মূল্যবান তা নয়, জীবন অমূল্য- পৃথিবীর কোনো কিছু দিয়েই যার দাম যাচাই করা চলে না। হয়ত এটা বোঝাতেই জীবনকে এত ছোট করে দেওয়া হয়েছে।

যে পৃথিবীতে আমরা বাস করি তার বয়স সাড়ে চার বিলিয়ন বছর। আর এই পৃথিবীকে পালটে দেওয়ার শক্তি ও ক্ষমতা ধারণ করে যে মানুষ, তার জীবনের আয়ু একশ’ বছরও নয়! কি নিষ্ঠুর কৌতুক!

সেকারণে এমনভাবেই বাঁচুন যেন কালই আপনার জীবনের অবসান হবে। এমনভাবেই বাঁচুন যেন আপনার জীবনের অবসান হলে মানুষ আপনাকে মনে রাখে। সেজন্যে বেঁচে কিভাবে থাকতে হয় সেটি আমাদের এখনও শেখার বাকি আছে।

শুধু নিঃশ্বাস নেওয়াকেই বেঁচে থাকা বলে না।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing