জীবন জটিল নয়, কিন্তু আমরা জটিল, বড় বেশি জটিল। মানে হলো জোট পাকানো, গোলমেলে বা কঠিন কিংবা যা সহজ সরল নয়। ফলে আমরা জগতের ক্ষুদ্রতম জিনিসগুলোকেও সহজতর জায়গা থেকে জটিলতম করে ফেলি এবং অযাতিত চিন্তা-ভাবনা করে গুলিয়ে ফেলি। সেকারণে আমাদের জাগতিক চিন্তা ও ভাবনা খুব বেশি মূল্য রাখে না।
কেননা আমরা সবকিছুকেই জটিল বানিয়ে গুলিয়ে ফেলেছি। কিন্তু জীবনটা আসলে অমন নয়। জীবনের সঙ্গে আমাদের ভাবনার কোনো সমিল নেই। এই না থাকার প্রমাণই হলো জীবন সহজ খুব, কঠিন নয় মোটেও। জীবনের যত জটিলতা তার সবটা আমাদেরই তৈরি। আমাদের নিজস্ব চিন্তাভাবনা, আমাদের কর্ম যা তৈরি করে বস্তুত সেটিই জীবন।
আমাদেরকে বাস্তবতাকে নিতে জানতে হবে। নিতে না জানলে নিতে পারা শিখতে হবে। তো আসুন আমরা বাস্তবতাকেকে গ্রহণ করি। করতে না পারলে কিভাবে করতে হয় সেটা শিখে ফেলি। মনে রাখবেন, আমরা কিছু পরিবর্তন করতে না পারলেও এভাবে বাস্তবতাকে গ্রহণ করতে পারাটাই আমাদের বিশেষ যোগ্যতা। এবং এটিই আমাদের জীবনকে সহজ করার প্রথম পদক্ষেপ।