জীবনের শেষ আয়োজন!

0 comment 81 views
  •  ভোর ৫টায় আপনি মরে গেলেন।
  • সকাল ৬টায় এলাকার মসজিদের মাইকে সবাইকে জানিয়ে দেওয়া হবে সে খবর।
  • সকাল ৮টায় আপনার মৃতদেহটিকে শেষ গোসল করানো হবে।
  • ৯টায় ধবধবে সাদা কাফনে পরিয়ে দেওয়া হবে আপনার দেহকে।
  • দুপুরের জোহরের নামাজের সময় আপনার বানানো প্রাসাদের মতো বাড়িটি থেকে আপনাকে বের করে নেওয়া হবে।
  • দুপুর ২টায় তোমার জানাজার নামাজ পড়ানো হয়ে যাবে।
  • দুপুর আড়াইটায় আপনার জন্যে খোঁড়া কবরটিতে শুইয়ে দেওয়া হবে আপনাকে।
  • কবরে মাটি দেওয়া হয়ে গেলে সকলে মিলে দু হাত তুলে আপনার জন্যে দোয়া করবে।
  • আর ততক্ষণে কবরে শুতে অন্য কেউ চলে আসবে।

এই হলো আপনার বর্ণাঢ্য জীবনের শেষ আয়োজন। আপনার একার নয়, আমারও। আমাদের সকলেরই।

মজার ব্যাপার হলো, এতক্ষণ ধরে আয়োজন করে বলা এসব কথা আপনি, আমি, আমরা সকলেই কিন্তু জানি! ছোটবেলা থেকে বড় হতে হতে নানান ভাবে আমাদেরকে জানানো হয়েছে, আমাদের শেষ ঠিকানা এই সাড়ে তিন হাত মাটিই।

এই জানানো এখনও চলছে। তাহলে এখন বলুন তো, তাহলে আপনার, আমার, আমাদের এত কিসের অহংকার, হ্যাঁ?

আরও মজার ব্যাপার হলো, অহংকার না করতেও আমাদেরকে ছোটকাল থেকেই জানানো হয়ে আসছে।

কিন্তু আমরা কি অহংকার মুক্ত হতে পেরেছি? আপনি পেরেছেন?

আয়নার সামনে একবার দাঁড়িয়ে প্রশ্নটা করুন দেখি!

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing