ছন্নছাড়া

0 comment 90 views

ছন্নছাড়া
শাহ্‌ জে. চৌধুরী

এক ছন্নছাড়া পথিকের কথা।
আমি আমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না।
জীবন বীণায় বাজে
না পাওয়ার ব্যথায় স্মরলিপি
মিথ্যে সুখের আশায় দুঃখের হিসাব বেড়েই চলেছে,

কাঙ্ক্ষিত সুখের ভেলা
অদৃশ্য স্রোতে ভেসে
অথৈ সাগরের বিছিন্ন তরঙ্গে হারায়।

অহর্নিশি চিতা জ্বলে, এ বুকের শ্মশানে
শুনি অবাঞ্চিত শিশুর কান্নায়
আমাকে স্বীকৃতি দাও
ব্যর্থ কুমারের বুকের ভীতির স্পন্দনে শুনি
ফিরিয়ে দাও আমার ভালোবাসা

পথ হারায় নিঃশ্বাসে বেরিয়ে আসে
হতাশার অতৃপ্ত ধ্বনি
এ পৃথিবীর রণভূমি, আমি ক্লান্ত সৈনিক,
জীবন যুদ্ধে বার বার পরাজিত হয়েও
আমি অবিচল অদম্য সৈনিক।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing