অপেক্ষা জীবনের…

0 comment 105 views

মানুষের সমগ্র জীবনটা হলো একটা অভিজ্ঞতার সম্ভার। জীবনের প্রতিটি দিনই নতুন অভিজ্ঞতা, নতুন একটা অধ্যায়।

অভিজ্ঞতা হলো মানুষের শিক্ষক। অভিজ্ঞতা আমাদেরকে ভাবতে শেখায়, জানায়, চলার পথটি বাতলে দেয়। বিভিন্ন অভিজ্ঞতা বুকে দাগ কেটে যায়। মানুষকে ঋদ্ধ করে অভিজ্ঞতা।

আপনি যতগুলো বছর বাঁচবেন তার একেকটি দিন জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ। প্রতিটি দিন হলো পরের দিন সপ্তাহ মাস বছর কিংবা আগামীর জীবনকে তৈরি করবার পথ পরিক্রমা। প্রতিটি দিনই একেকটি নতুন নতুন সুযোগ। নতুন নতুন অভিজ্ঞতা। সেকারণে বর্তমানকে নিয়েই আমাদেরকে বাঁচতে হয়, হবেও।

কিন্তু তাই বলে কি অতীতকে ভুলে যাব আমরা! অতীত কি ভোলা যায় কখনও? যায় না, যাবেও না। কেননা অতীত হলো আপনার আজকের জীবনের ভিত্তি। অতীতের পথ ধরে হেঁটে হেঁটেই আপনি আজকের অবস্থানে পৌঁছেছেন।

তবে তার মানে এই নয় যে অতীতমুখি হয়ে থাকতে হবে। অতীতমুখিতা আপনার সামনে চলাকে টেনে ধরতে পারে। তাই অতীতকে সযত্নে তাকে তুলে রেখে দৃষ্টিটা সামনের দিকে প্রসারিত করুন। সামনে চড়াই উৎরাই দেখে পথ চলতে হবে তো।

এইই জীবন। এটাই জীবনের পথ চলা। প্রতিদিন নতুন নতুন জানা, নতুন কিছু শেখা। আমি এই আগ্রহ নিয়েই রোজ ভোরের অপেক্ষা করি।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing