87
মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে আমি জীবনে এই অবধি কখনও কারও ক্ষেত্রে এমন কোনো শব্দ চয়ন কিংবা ব্যবহার করি নি যাতে সে কোনো আঘাত অথবা কষ্ট পেতে পারে। কেননা সকল মানুষই স্ব স্ব ক্ষেত্রে সন্মানিত। মানুষকে সন্মান করতে হয়। আমি মানুষকে সন্মান করি।