38
মোমবাতি ঠিকই জানে—
জ্বলে উঠতে হলে
গলতে হয়।
নিজেকে নিঃশেষ করতে হয়।
আলোর প্রতিটি রেখা
তাদের অন্ধকার ভাঙে,
আর প্রতিটি ফোঁটা গলে যায় নীরবে—
যেন কোনো অভিযোগ নেই।
কেউ বলে না,
কেউ শোনে না তার আর্তি।
শুধু জানে—
জীবন মানে আলো ছড়ানো
আর নিঃশেষ হয়ে যাওয়া।
তবু পৃথিবীটা একটু বেশি সুন্দর,
অন্ধকারটা একটু কম ভয়ংকর—
কারণ মোমবাতি জ্বলে।
আমরা কি শিখতে পেরেছি?
আমরা কি জানি—
জ্বলে যেতে হলে
গলে যেতে হয়?