মনে হয় শৈশবে ফিরে যাই,
যেখানে নেই কোনো লাভ-লোকসানের হিসাব,
শুধু থাকে ভালোবাসার নির্মল হাসি
আর বিশ্বাসের অটুট বন্ধন।
শৈশবের সেই সরলতা,
যেখানে পৃথিবী যত বড়ই হোক না কেন,
হৃদয় থাকে অশেষ শান্তি আর আশা দিয়ে ভরা।
সেখানে প্রতিটি দিন ছিল নতুন আনন্দের খোঁজ,
প্রতিটি মুহূর্তে বাজতো খোলাখুলি হাসি।
আজকের জটিল জীবন,
যেখানে সবকিছুই হিসাব-নিকাশের মধ্যে বাঁধা,
মাঝে মাঝে মনে হয়
আমরা হারিয়ে ফেলেছি সেই সরলতাকে।
কিন্তু সত্যি কথা হলো,
ভালোবাসা আর বিশ্বাস যদি সঙ্গে থাকে,
সেই শৈশবের আনন্দ আজও আমাদের ভিতরে বেঁচে থাকে,
আমাদের চোখে জ্বলতে থাকে সেই কোমল আলো,
আমাদের হৃদয়ে বাজতে থাকে সেই নির্মল সুর।
চলুন তাই,
আজকের জীবনে যত ব্যস্ততা, যত জটিলতা হোক না কেন,
আমরা ভুলে যাই না—
ভালোবাসা এবং বিশ্বাসই আমাদের জীবনকে সুন্দর করে তোলে।
ভালো থাকবেন🤗 ভালোবাসবেন।