অনেক পুরনো একটি গল্প বলি।
এক সাধু রোজ খুব ভোরে উঠে প্রাতকর্ম স্নান ইত্যাদি নদী পারে চলে যান। তারপর বসেন প্রার্থনায়। স্নানের সময় সাধু দেখেন নদীর অপর পারে আরেকজন লোক স্নান করছে। সাধু তখন মনে মনে ভাবেন ওই লোকটাও হয়ত তার মতো প্রার্থনা করতে স্নান করে রোজ।
কিন্তু অপর পারে যে লোকটা ছিল চোর। সারা রাত ধরে চুরি করে ভোরে নদীতে স্নান করে ঘুমোতে যায়। সেও রোজ সাধুকে স্নান করতে দেখে আর ভাবে অপর পারের লোকটা তার মতো চুরি করে ভোরে এসেছে স্নান করতে।
ছোটবেলায় আমাদের নীতি-শিক্ষা করার সময় অনেক গল্পের মধ্যে এ গল্পটি একটি। গল্পটা আমাদেরকে আমাদের সীমাবদ্ধতা জানাচ্ছে। কিন্তু সেই ছোটবেলায় আমাদের জানালেও, শেখালেও- আমরা শিখতে পারি নি নিজের সীমাবদ্ধতা সীমাকে।
হয়ত সেকারণে ভাবতে পারি না লোভহীন কোনও মানুষ থাকতে পারে। বিশ্বাস করতে পারি না অহংকারবিহীন কেউ হতে পারে। তাই হঠাৎ এমন কারও দেখা পেয়ে গেলে তাঁকে বোকা ভাবতে শুরু করি। কেননা সেই চোর ও সাধুর মতো সকলেই অন্যকে নিজের মাপেই মেপে ফেলে।