গোড়ায় যারা চলে, তারা সবাই রাজা হয় না

0 comments 104 views 2 minutes read

জীবনের পথে আমরা অনেকেই শুরু করি এক নতুন যাত্রা নিয়ে। প্রত্যেকের মনে থাকে বড় কিছু করার স্বপ্ন, উচ্চ শিখরে পৌঁছানোর আকাঙ্খা। কিন্তু সেই শুরু বা গোড়ার পদক্ষেপই সব সময় রাজত্বের গ্যারান্টি দেয় না। কেউ কেউ হয়তো পথেই থমকে যায়, আবার কেউ হয়তো সঠিক পথে না থেকেও ভুল ধারণায় ভাসে।

রাজত্ব বা সাফল্য কখনোই শুধুমাত্র শুরু করার উপর নির্ভর করে না। তার জন্য দরকার সঠিক সিদ্ধান্ত, চিন্তা, পরীক্ষা-নিরীক্ষা এবং ধৈর্য। অনেক সময় আমরা যা দেখি, তা হয়তো পুরো সত্য নয়। দেখার পেছনে থাকতে পারে অনেক অবহেলা, ভুল বোঝাবুঝি বা প্রহর। তাই জীবন যখন সামনে এগিয়ে চলে, তখন আমাদের উচিত অন্ধবিশ্বাসের পরিবর্তে যাচাই-বাছাই করা, বিচার-বিবেচনা করা। সত্যের আলো খুঁজে পেতে হবে মনন ও বুদ্ধির মাধ্যমে।

চোখ শুধু একটা ইন্দ্রিয় মাত্র, তাই মন যেন শুধু চোখের ওপর ভরসা না রাখে। আমাদের চিন্তা, বিবেক ও অভিজ্ঞতাই হোক সেই বাতিঘর যা সত্যের পথে আলোকিত করবে। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ধৈর্য আর বুদ্ধি ছাড়া আর কোনো রাজসিংহাসন নেই। কারণ এই দু’টিই আমাদের পথ দেখায়, শক্তি যোগায়, এবং বাধা পেরিয়ে এগিয়ে যেতে সাহায্য করে।

সুতরাং, জীবনের যাত্রায় কখনো হতাশ হবেন না। শুরু ভালো, মাঝপথ কঠিন, কিন্তু শেষটা সাফল্যেরই হতে পারে যদি থাকেন ধৈর্যশীল ও বিচক্ষণ। নিজেকে ভালো রাখুন, মনকে পরিষ্কার রাখুন, আর ভালোবাসার শক্তিতে জীবনকে আলোকিত করুন।

ভালো থাকবেন🤗ভালোবাসবেন।
এই দুইটিই জীবনের সবচেয়ে বড় সম্পদ।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing