কাকের চালাকি, আমাদের জীবনের পাঠ

0 comments 79 views 2 minutes read

একটি তৃষ্ণার্ত কাক যখন পানির কলসির সামনে দাঁড়ায়, তখন তার সামনে দু’টি পথ ছিল—হাল ছেড়ে উড়ে যাওয়া, অথবা মাথা খাটিয়ে সমাধান খোঁজা। সে দ্বিতীয় পথ বেছে নিয়েছিল। ছোট ছোট কঙ্কর একে একে কলসিতে ফেলতে ফেলতে সে প্রমাণ করেছিল—ধৈর্য, কৌশল আর ধারাবাহিক চেষ্টা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।

আমাদের জীবনও অনেকটা এরকম।
স্বপ্ন থাকে চোখের সামনে, কিন্তু পৌঁছানো যায় না—কখনো অর্থের অভাব, কখনো সময়ের সীমাবদ্ধতা, কখনো আবার মানুষের অবহেলা বা প্রতিকূলতা। তখন মনে হয়, সবকিছু যেন দূরের পানির মতো—দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না।

এই সময়েই কাকের শিক্ষা আমাদের দরকার।
বড় শক্তি দিয়ে নয়, ছোট ছোট কৌশল আর অধ্যবসায় দিয়ে আমরা সমস্যার ভেতর থেকে সমাধান বের করতে পারি।
একদিনে বড় পরিবর্তন সম্ভব নয়, কিন্তু ছোট ছোট প্রচেষ্টা জমতে জমতে একসময় লক্ষ্যকে কাছে টেনে আনে।

কাক আমাদের আরও একটি শিক্ষা দেয়—
👉 সমস্যার সামনে ভয় পাওয়া নয়, চিন্তা করা দরকার।
👉 হতাশ হয়ে পিছু হটা নয়, ধাপে ধাপে এগোনো দরকার।
👉 আর সবশেষে—যে মাথা ঠান্ডা রাখে, তার হাতেই বিজয় আসে।

তৃষ্ণার্ত কাক যেমন কলসির পানি পান করতে পেরেছিল, তেমনি আমরাও জীবনের সাফল্যের স্বাদ পেতে পারি—যদি আমরা ধৈর্য, বুদ্ধি আর প্রচেষ্টাকে একসাথে কাজে লাগাই।

ভালো থাকবেন🤗ভালোবাসবেন।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing