আমি দুঃখিত, আমি এখন আর বন্ধুত্বে বিশ্বাস করি না

0 comments 76 views 1 minutes read

আমি একসময় বিশ্বাস করতাম
বন্ধুত্ব মানে হৃদয়ের অনাবিল আশ্রয়,
একটি হাত, যা ফেলে না, একটি মন, যা বোঝে।
কিন্তু এখন বুঝি,
এই পৃথিবীতে ‘বন্ধু’ শব্দটি
ধীরে ধীরে রূপ নিয়েছে এক ধোঁয়াটে প্রতারণার ছায়া-ছবিতে।

অনেককে কাছের ভেবেছিলাম,
তারা আমার অমাবস্যা রাতে এসে ছিল সূর্যের প্রতিশ্রুতি হয়ে
কিন্তু ভোর হবার আগেই মিলিয়ে গেছে
নিজ নিজ স্বার্থের দিগন্তে।

বন্ধুত্ব এখন হয়ে গেছে ব্যবহারের আরেক নাম,
এক ধরণের চুক্তি
যেখানে চাওয়া না পূরণ হলে,
সম্পর্কের মূল্যায়নও মুছে যায়।

তাই আমি বলি না এখন আর
“বন্ধু কেমন আছো?”
বললে ভাবি “সে এখনো প্রয়োজন ফুরায়নি?”

আমি এখন নিঃসঙ্গতার সাথেই সৎ,
কারণ অন্তত সে আমাকে প্রতারিত করে না।
ভালো থাকবেন🤗ভালোবাসবেন।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing