তোমার চোখে যে আলো জ্বলে,
সে আলোয় আমি হারিয়ে যাই চলতে চলতে।
বছর গড়ায়, ঋতু বদলায়,
তবু হৃদয়ের পাতায়—তুমিই তো থাকো, প্রিয়তমা।
প্রতিটি নিঃশ্বাসে উচ্চারিত হয় নাম,
তোমার স্পর্শে ঘুচে যায় সব ব্যথার ক্লান্তি।
জীবন যত কঠিনই হোক না কেন,
তোমার এক চাহনিতে পেয়ে যাই শান্তি।
স্মৃতির অ্যালবামে লুকানো তোমার হাসি,
আজও ভিজিয়ে রাখে আমার সকাল-বিকেল।
যেমন তুমি ছিলে, তেমনই আছো,
ভালোবাসার সেই চিরন্তন নীলে।
এই হৃদয় লিখে রাখে প্রতিজ্ঞা একটাই—
তুমি আর আমি, হাত ধরে, ভালোবাসার পথেই…
চিরকাল… শুধু তুমি। 💖