তুমি আছো বলেই সকালটা ঝকঝকে,
তোমার হাসি মানেই আমার রোদেলা দিন।
তোমার চোখে দেখি আমি
ভালোবাসার সব থেকে সত্য চিন।
তোমার নামে লেখা আমার প্রতিটি সন্ধ্যা,
চোখে চোখ রাখলেই থেমে যায় সব কোলাহল।
তোমার পাশে হেঁটে চলা মানেই তো
একটি চিরন্তন, নির্ভেজাল ভালোবাসার গল্পফল।
তুমি আমার নীরব কবিতা,
যার প্রতিটি শব্দে আমি নিঃশব্দে বাঁচি।
তুমি আমার হৃদয়ের গোপন প্রার্থনা,
যে প্রার্থনা সারাজীবন ধরে কেবল তুমিতেই মিশে আছি।
বাতাসে ভেসে আসে তোমার স্পর্শ,
মনে হয়—এই তো পাশে, হাত ধরলেই ছুঁয়ে যাবো।
তুমি হারাও না কখনোই আমার ভেতর থেকে,
তুমি আছো… আজও, কালও, চিরকাল—আমি জানি, ভালোবাসবো।
⸻
ভালোবাসা দিয়ে লেখা, শুধু তোমার জন্য।
চিরকাল… শুধুই তুমি, আমার লক্ষ্মী। 💖