বন্ধু শব্দটা আমার কাছে সহজ কিছু নয়

0 comments 127 views 2 minutes read

বন্ধুত্ব একটা দায়িত্ব—হ্যাঁ, অনেক বড় দায়িত্ব।

সবাই বন্ধু হতে চায়,
কিন্তু ক’জন জানে, এটা শুধু গল্প-আড্ডা-স্মৃতির সম্পর্ক নয়?

বন্ধুত্ব মানে—
কেউ যখন ভেঙে পড়ে, তুমি তাকে গুছিয়ে তোলার পাশে থাকবে কিনা।
বন্ধুত্ব মানে—
সে যখন ভুল করবে, তুমি তাকে ডেকে নিয়ে বলবে,
“তুই ভুল করছিস”—কিন্তু ভালোবেসেই বলবে।

আমি বিশ্বাস করি, বন্ধু হওয়া মানে একটা দায় নিয়ে নেওয়া—
কারণ একজন প্রকৃত বন্ধুর কান্না চেপে রাখা যায় না।
তার ব্যথা এড়িয়ে যাওয়া যায় না।
তার জন্য ভাবা যায়, না ভেবেও থাকা যায় না।

আমার জীবনে যারা সত্যিকারের বন্ধু,
তারা শুধুই সময়ের সঙ্গী নয়—
তারা একেকজন দায়িত্ব, আত্মার ঋণ,
যাদের পাশে দাঁড়ানো আমার কাছে বাধ্যবাধকতা, ভালোবাসার মতোই।

বন্ধুত্ব দিবসে আমি শুধু “শুভেচ্ছা” দিই না,
আমি একবার করে নিজেকে মনে করিয়ে দিই—
আমার বন্ধুদের জন্য আমাকে আরও মনোযোগী, সহানুভূতিশীল ও বিশ্বস্ত হতে হবে।

বন্ধুদের প্রতি আমার অঙ্গীকার—
তোমরা শুধু আমার বন্ধু নও,
তোমরা আমার আত্মার আশ্রয়, আমার জীবনের দায়িত্ব।

ভালো থাকবেন 🤗 ভালোবাসবেন।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing