“Exit”—শুধু চলে যাওয়া নয়, ফিরে আসারও সুযোগ

0 comments 19 views 2 minutes read

সাবওয়ের “Exit” চিহ্নের নিচে দাঁড়িয়ে আমি একদিন হেসেছিলাম।
সেটা ছিল একটা সাধারণ মুহূর্ত—ক্লান্তির মাঝে একটুখানি বিরতি, যান্ত্রিক জীবনের মধ্যকার একটা নিঃশ্বাস নেওয়ার ফাঁক।

কিন্তু আজ ছবিটা ফিরে দেখলে, হাসিটার পেছনে লুকিয়ে থাকা অর্থগুলো ভিন্ন মনে হয়।
এটা আর শুধুই একটা ভঙ্গিমা নয়। এটা হয়ে উঠেছে আমার জীবনের এক প্রতীক—একটা উপলব্ধির জানালা।

আমরা সবাই চলি…
চলতে চলতে ভুল করি—ভুল মানুষ বেছে নিই, ভুল অনুভবকে আঁকড়ে ধরি, ভুল সিদ্ধান্তে হেঁটে ফেলি অনেকটা পথ।
আর কখনো কখনো আমরা নিজের ভেতরই হারিয়ে ফেলি নিজেকে।

তখনই জীবনের কোথাও দেখা যায় এক “Exit” চিহ্ন।
অনেকেই ভাবে, ওটা হয়তো হেরে যাওয়ার দিক, পালিয়ে যাওয়ার রাস্তা।
কিন্তু না—আমি শিখেছি, সেখানেই আছে ফিরে আসার সম্ভাবনা।

জীবন বারবার “Exit” দেখায়, যেন বলতে চায়—
তুমি চাইলে আবার শুরু করতে পারো।
ভুলগুলো থেকে বেরিয়ে এসে নতুন করে নিজেকে গড়তে পারো।

বেরিয়ে আসা মানেই সবসময় হেরে যাওয়া নয়।
মাঝেমাঝে, সরে আসাই সবচেয়ে বড় সাহস।
কারণ সবকিছুতে আটকে থাকাই নয়, কখন ছাড়তে হবে, তা জানা—এটাই প্রকৃত পরিণত বোধ।

এই লেখাটি আমি উৎসর্গ করছি নিজেকেই—
যে বারবার নিজের ভুলকে স্বীকার করে, নিজেকে প্রশ্ন করে, আবার নতুন করে দাঁড়াতে শিখেছে।

আর এই লেখাটি উৎসর্গ করছি তাদেরও—
যারা আমার জীবনযাত্রার ওঠানামার মধ্যেও আমাকে ভালোবেসেছে।
যারা কোনো শর্ত ছাড়াই পাশে থেকেছে, চুপচাপ বোঝার চেষ্টা করেছে।
তাদের উপস্থিতিই আমাকে ভেঙে না পড়ে আবার গড়ার সাহস দিয়েছে।

আমাদের প্রত্যেকের জীবনেই থাকে কিছু “Exit”।
তা হয়তো সম্পর্ক থেকে, চিন্তা থেকে, শহর থেকে, কিংবা নিজেরই কোনো পুরনো রূপ থেকে।
তবে সেগুলো শেষ নয়—
ওগুলোই আমাদের নতুন শুরু।

ভালো থাকবেন 🤗
ভালোবাসবেন।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing