এক বিশ্ব, এক ভালোবাসা

0 comments 23 views 2 minutes read

আমি একজন মানুষ—
আমার পরিচয় কোনো ধর্মের নামে নয়, কোনো জাতির নামে নয়, কোনো ভৌগোলিক সীমারেখার নামে নয়।
আমার পরিচয় একটাই—আমি মানুষ।
মানবতা আমার একমাত্র সত্য,
ভালোবাসা আমার অন্তরের ধ্বনি, আমার অস্তিত্বের স্পন্দন।

আমি ভালোবাসি এই পৃথিবীর প্রতিটি মানুষকে—
তাদের গায়ের রঙ যেমনই হোক,
তাদের ভাষা ও সংস্কৃতি আমার মতো না হলেও,
তাদের হাসি, কান্না আর স্বপ্ন আমার মতোই।
কারণ আমরা সবাই একই রক্তের, একই আকাশের নীচে জন্ম নেওয়া মানুষ।

এই পৃথিবীই আমার বাড়ি।
সব মহাদেশ, সব দেশ, সব শহর, সব গ্রাম আমার প্রিয়।
এই বিশ্বের প্রতিটি মানুষ আমার আপনজন, আমার আত্মীয়।
তাদের কষ্ট আমাকে ছুঁয়ে যায়,
তাদের আনন্দে আমার হৃদয় ভরে ওঠে।

আমি চাই না এই পৃথিবীতে হিংসা আর ঘৃণা থাকুক।
আমি চাই এই পৃথিবীকে আমরা একসাথে সাজাই—
ভালোবাসার সেতু দিয়ে, সহমর্মিতার আলিঙ্গনে।
যেন মানুষ সবসময় মানুষের পাশে থাকে।
কোনো ধর্ম, কোনো জাতি, কোনো ভেদাভেদ যেন আমাদের দূরে না সরায়।

ভালোবাসা দিয়েই পৃথিবীকে রক্ষা করতে হবে।
কারণ এই পৃথিবীর সৌন্দর্য আমাদের ভালোবাসায়ই টিকে থাকে।

ভালো থাকবেন 🤗 ভালোবাসবেন। সবসময়।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing