আমরা সবাই ছোটবেলা থেকে শিখি— ভালো জিতবে, মন্দ হারবে।
কিন্তু বড় হতে হতে বুঝলাম, এই যুদ্ধটা আসলে বাইরে যতটা নয়, তার চেয়ে অনেক বেশি ভেতরে।
আমার ভেতরেও প্রতিদিন লড়াই হয়।
একপাশে থাকে ভরসা, দয়া, ভালোবাসা, সততা।
অন্যপাশে থাকে অহংকার, ভয়, লোভ, হিংসা।
কখনো মনে হয় আমি ক্লান্ত, হেরে যাচ্ছি।
কখনো আবার অদ্ভুত এক আলো এসে আমাকে জাগিয়ে তোলে— মনে করিয়ে দেয়, এই লড়াইটা জিততে হবে।
একদিন মনে হলো— এই যুদ্ধ আসলে আমার নিয়তি।
কোনো এক সকালে যখন বাসের জানালায় বসে সূর্য ওঠা দেখছিলাম, মনে মনে বলেছিলাম:
“আজ থেকে আমি আলো বেছে নেব। নিজেকে ক্ষমা করব, নিজেকে ভালোবাসব। আর অন্ধকারকে আর নিজের কাছে জায়গা দেব না।”
সেদিন থেকে আমি শিখেছি—
শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করে আমার উপর।
আমি কোনটা নিয়ে যুদ্ধ করব?
নিজের আলোর জন্য লড়ব, নাকি হেরে গিয়ে অন্ধকারে মিশে যাব?
পছন্দটা আমার। ঠিক যেমন আপনারও।
আপনিও নিজের ভেতরের আলোর পাশে দাঁড়ান।
যতটুকু পারেন, ভালো থাকুন। যতটুকু পারেন, ভালোবাসুন।
কারণ এই পৃথিবীকে সুন্দর রাখতে আমাদের ভেতরের যুদ্ধ জিততেই হবে।
ভালো থাকবেন, ভালোবাসবেন— চিরকাল। 🤗