নিউইয়র্ক শহর ও আমাদের লাইফলাইন: পাবলিক ট্রান্সপোর্টের গল্প

0 comments 25 views 1 minutes read

নিউইয়র্ক সিটি — এক জীবন্ত শহর, এক বিশাল গতির মঞ্চ। আর এই মঞ্চে আমাদের মতো সাধারণ মানুষের জীবন ও জীবিকার প্রধান চালিকাশক্তি হলো পাবলিক ট্রান্সপোর্ট। সাবওয়ে থেকে বাস, ট্রেন থেকে ফেরি — প্রতিটি পরিবহন শুধু গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়, বরং এটি প্রতিদিনের জীবন সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ।

এই ট্রান্সপোর্ট সিস্টেম আমাদের সকাল শুরু করে, সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে ফিরিয়ে আনে। একসাথে কত অচেনা মুখ, কত স্বপ্ন, কত গল্প — চলন্ত রেলগাড়ির মতোই বয়ে চলে প্রতিদিন। আমরা তাড়াহুড়ো করি, কখনও বসে থাকি দীর্ঘক্ষণ, কখনও বা হঠাৎ কেউ একজন হাসি ছড়িয়ে দেয় পুরো কামরায়।

এই শহর আমাদের মতো লাখো মানুষের জীবনকে গতি দেয়, ভারসাম্য এনে দেয়। তাই তো নিউইয়র্ক সিটির প্রতি আমাদের ভালোবাসা শুধুই এক শহরের প্রতি ভালোবাসা নয় — এটা একটা সম্পর্ক, যেখানে ট্রাফিক, ট্রেন, হর্ন আর হাঁটার শব্দের মধ্যেই গড়ে ওঠে আমাদের জীবনের ছন্দ।

এই শহর আমাদের, এই লাইফলাইন আমাদের — নিউইয়র্ক আমাদের ভালোবাসার আর নাম।

ভালো থাকবেন🤗ভালোবাসবেন।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing