আমি বিশ্বাস করি, পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যা চোখে দেখা যায় না, কিন্তু গভীরভাবে অনুভব করা যায়। তারই অন্যতম শক্তি হলো সত্য।
সত্য কখনো তাড়াহুড়ো করে না। সে চুপচাপ অপেক্ষা করে, সঠিক সময়ের। অন্যায়, মিথ্যা, দুর্ভাগ্য—এসব হয়তো আপাতভাবে জয়ী মনে হয়, কিন্তু তা কেবল সময়ের একটি খণ্ডচিত্র। কারণ সময় শেষ কথা বলে না, সত্য বলে।
জীবনে এমন অনেক সময় আসে, যখন মনে হয় অন্যায় জিতে যাচ্ছে, মিথ্যা জোরালো হয়ে উঠছে, আর দুর্ভাগ্য যেন চারপাশ ঢেকে ফেলেছে। সেই মুহূর্তগুলোয় আমরা ক্লান্ত হই, দিশেহারা হই। কিন্তু তখনই এই বিশ্বাসটুকু আঁকড়ে ধরা প্রয়োজন—
“প্রকৃত সত্য পৃথিবীর যেকোনো মন্দ বা দুর্ভাগ্যের চেয়েও শক্তিশালী।”
এই বিশ্বাস শুধু একখণ্ড চিন্তা নয়—এ এক আশ্রয়। সত্য কখনও নিঃস্ব হয়ে পড়ে না। সে ফিরে আসে—ধ্বংসস্তূপের ভেতর থেকেও। হয়তো ধীরে, হয়তো নীরবে, কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে।
আমরা যারা জীবনের নানা বাঁকে লড়াই করি, ন্যায় ও অন্যায়ের সন্ধিক্ষণে দাঁড়াই, তাদের জন্য এই সত্য এক অদৃশ্য হাত ধরে রাখে—ভরসার, সাহসের আর আত্মবিশ্বাসের।
আমরা যখন সত্যের পাশে থাকি, তখন সময়ের মুখে একদিন উত্তর লেখা হয়—
অন্তর থেকে, ইতিহাস থেকে, আর মানবতার চেতনা থেকে।
ভালো থাকবেন,ভালোবাসবেন।