আপনি কি জানেন করোনা ভাইরাস থেকেও অনেক ভয়ংকর দুটি ভাইরাস রয়েছে? নিশ্চয়ই জানেন।
ভাইরাস দুটির একটির নাম ‘অর্থ’ এবং অন্যটির নাম ‘স্বার্থ’।
ভাইরাস মুলত ব্যক্তি মানুষকে আক্রমণ করে। তারপর তার জীবনটি আস্তে আস্তে নিয়ে নেয়- সবশেষে মানুষটির মৃত্যু হয়।
কিন্তু “অর্থ ও স্বার্থ” নামের ভয়ংকর ভাইরাস দুটি ব্যক্তির মানুষের শরীরে আক্রমণ করে না। তার মৃত্যুও ঘটায় না। তারা আক্রমণ করে তার মনে। মৃত্যু ঘটায় তার সম্পর্কগুলোর, মৃত্যু ঘটায় তার মানবিকতার।
এই ভয়ংকর ভাইরাস দুটি অনেক প্রাচীন হলেও এর কোনো অ্যান্টি-ভাইরাস আবিষ্কার হয় নি। কিন্তু হতাশ হবেন না। অ্যান্টি-ভাইরাস আবিষ্কার হয় নি বলে অ্যান্টি-ভাইরাস নেই, তা কিন্তু নয়! অ্যান্টি-ভাইরাস আছে। এই ভয়ংকর ভাইরাসের অ্যান্টি-ভাইরাস আপনি নিজেই।