মানুষ এক আশ্চর্য প্রাণী। মানুষকে মানুষ নিজে পরিচালিত করে না, তাকে পরিচালিত করে জন্মসূত্রে পাওয়া ছয়টি ঋতু। ফলে সে কখন কি করে ফেলে সে নিজেও জানে না। সম্ভবত একারণেই আপনার চারপাশের মানুষদের থেকে দু রকমের মানুষের সঙ্গে আপনার হৃদ্যতা গড়ে ওঠে। এই দু পক্ষ হলো আপনার পক্ষের লোক এবং আপনার বিপক্ষের লোক।
পক্ষের লোক যারা তাদের নিয়ে তো ভাবনা নেই। আপনি যেমনই হন, যেমনই থাকেন- তারা আপনাকে সমর্থন জানাবে। ভাবনা যত বিপক্ষ লোকেদের নিয়ে। এরা যে কখন কি করে ফেলবে সেটি আপনি কেন, তারা নিজেরাও জানে না। তার হয়ত আপনার জন্যে ভালো কিছু কিংবা আপনার উপকার হয়- এমন কিছু করবার সাধ্য বা ক্ষমতা নেই। কিন্তু ক্ষতিটা সে ঠিকই করতে পারে। কেননা কারও ক্ষতি করতে কোনো ক্ষমতা বা যোগ্যতা লাগে না।
সেকারণে বন্ধুর মতো বিপক্ষকেও কাছে কাছে রাখতে হয়। এতে আপনি সবটা নিরাপদ না হলেও কিছু নিরাপত্তা পেতে পারেন।