হৃদয়ের রক্তক্ষরণ

0 comments 29 views 1 minutes read

হৃদয়ে রক্তক্ষরণ—
ভেতরে ভেতরে জমে থাকা ঝড়,
শরীর নিস্তব্ধ, তবু মন জ্বলন্ত আগুনের মতো।

চোখ বন্ধ করি, কিন্তু ঘুম আসে না,
অশান্তি যেন আঁকড়ে ধরে বুকের ভেতর।
প্রতিটি নিশ্বাসে কেবল ব্যথার প্রতিধ্বনি,
প্রতিটি নিঃশ্বাসে হাহাকার জমে ওঠে।

রাতগুলো লম্বা হয়ে যায়,
নীরবতার ভেতর লুকিয়ে থাকে কান্না।
তারাদের আলোতেও শান্তি পাই না,
চাঁদও যেন দূর থেকে তাকিয়ে থাকে নির্লিপ্ত চোখে।

কত কথা জমে আছে বুকের ভেতর,
কেউ শোনে না, কেউ বোঝে না।
শুধু ভেতরের ক্ষরণে আমি একা—
একাকিত্বই আমার সঙ্গী।

তবুও কোথাও না কোথাও,
একফোঁটা আশার আলো খুঁজি,
যাতে এই অন্ধকার ভোরের আলোয় মিশে যায়,
যাতে আমি আবার বলতে পারি—
হৃদয়ের রক্তক্ষরণ থেমেছে অবশেষে।

ভালো থাকবেন🤗ভালোবাসবেন।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing