মানুষের হৃদয় আশায় গড়া। প্রতিটি সম্পর্ক, প্রতিটি অনুভব, প্রতিটি মুহূর্ত—সবকিছুতেই আমরা কিছু না কিছু প্রত্যাশা করে বসি। কখনো তা হয় মায়ায় বাঁধা, কখনো তা জন্ম নেয় নিঃস্বার্থ ভালোবাসা থেকে। কিন্তু এই প্রত্যাশাগুলোও কি সীমাহীন হতে পারে?
না, প্রত্যাশারও আছে এক নীরব সীমারেখা—যেটা না জানলে, তা হয়ে ওঠে আত্মঘাতী।
কারো কাছ থেকে বেশিই চাইলে, তার অসম্পূর্ণতাই বড় হয়ে ওঠে।
নিজের স্বপ্ন যখন অন্যের হাতে তুলে দিই, তখন নিজের ভাঙনও হয় পরের ইচ্ছের উপর নির্ভরশীল।
এভাবে একসময় আমরা বুঝে যাই—সব সম্পর্কই নয় অনুভবের বিনিময়; কিছু সম্পর্ক বুঝে নিতে হয়, আর কিছু ছেড়ে দিতে হয়।
প্রত্যাশা কখনো এক বিন্দু আনন্দ দেয়, আবার কখনো সেই একই প্রত্যাশা জন্ম দেয় এক গভীর শূন্যতা। তাই শিখে নিতে হয়—প্রত্যাশা করবো, কিন্তু তা যেন ভালোবাসার ভার না হয়ে দাঁড়ায়।
প্রত্যাশা হোক সেই পাখি, যা খোলা আকাশে ওড়ে, কিন্তু বদ্ধ খাঁচায় নয়।
কারণ ভালোবাসা যখন মুক্ত, তখনই তা সত্য; আর প্রত্যাশা যখন সীমিত, তখনই তা সহনীয়।
ভালো থাকবেন🤗ভালোবাসবেন।