‘লোভ’—মানুষকে ক্ষুদ্র করে ফেলে

0 comments 21 views 2 minutes read

মানুষ জন্মগতভাবে বড় হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আসে—
জীবনে একটু এগিয়ে যাওয়া, একটু বেশি পাওয়া, একটু ভালো থাকা—এই চাওয়াগুলোই তাকে চালিত করে।
কিন্তু এই প্রাকৃতিক আকাঙ্ক্ষা আর ‘লোভ’—এই দুইয়ের মধ্যে পার্থক্যটাই সবচেয়ে সূক্ষ্ম, অথচ সবচেয়ে গভীর।

বস্তুত, ‘লোভ’ এমন এক অনুভূতি, যা মানুষকে অজান্তেই ছোট করে ফেলে।
যে লোভটিই ক্ষুদ্র,
সেই লোভের মতোই ক্ষুদ্র হয়ে ওঠে লোভী মানুষটি।

লোভের প্রকৃতি বড়ই সর্বনাশী।
এটি ধীরে ধীরে মানুষের ভেতরের আলোকে গ্রাস করে ফেলে,
তার উদারতা, সহমর্মিতা, ও মহত্ত্বকে সংকীর্ণ করে দেয়।
আর মানুষ টেরও পায় না—
কখন সে নিজের মানবিকতা হারিয়ে
লোভের আঁধারে ডুবে গেছে।

লোভ এমন এক ছদ্মবন্ধু,
যে প্রথমে আশার মতো মনে হয়,
কিন্তু শেষে আত্মার সমস্ত প্রশান্তি কেড়ে নেয়।
এক সময় আসে,
যখন সে আর নিজের ক্ষুদ্রতাকেও বুঝতে পারে না—
বরং নিজের লোভকেই সফলতা ভেবে বিভ্রমে বাঁচে।

তবুও আশার জায়গা আছে।
যে মানুষ নিজের লোভের মুখোমুখি দাঁড়াতে পারে,
যে বুঝতে শেখে—“প্রাপ্তির চেয়ে তৃপ্তিই বড়”—
সে-ই ধীরে ধীরে লোভের শৃঙ্খল ছিন্ন করে মুক্ত হয়।

লোভকে জয় করা মানে শুধু বড় হওয়া নয়,
বরং নিজের ভেতরে আলো ফিরে পাওয়া।
সেই মানুষই আসলে শান্ত, প্রশান্ত ও আলোকিত হয়ে ওঠে—
যে জানে, জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে ত্যাগে, নয় দখলে।

ভালো থাকবেন 🤗
ভালোবাসবেন।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing