যেখানে প্রেম গভীর হয়…

0 comments 53 views 2 minutes read

প্রেম গভীর হয় সেখানে,
যেখানে ভালোবাসা থাকে অটল—
যেখানে চোখে চোখ পড়লে
জীবনের শত জটিলতা সহজ হয়ে যায়।
চলমান সময়ের দোলাচলে
যেখানে সম্পর্কের ভিত টালমাটাল হয় না—
বরং প্রতিটি ঝড়ে, প্রতিটি দুঃসময়ে
ভালোবাসা দাঁড়ায় পাহাড়ের মতো অবিচল।

সেখানে ভালোবাসা শুধু একটি অনুভব নয়,
তা হয়ে ওঠে প্রতিদিনের নিঃশব্দ প্রতিশ্রুতি—
একটি স্পর্শ, একটি হাসি, একটি অপেক্ষা,
যা বলে—“তুমি আছো, এটাই যথেষ্ট।”

প্রেম গভীর হয় সেখানে,
যেখানে ভালোবাসা গাঁথা থাকে পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাসের সুতায়—
কোনো সন্দেহ নেই, নেই কোনো অহংকার,
আছে কেবল একে অপরকে বোঝার নিরন্তর চেষ্টা।
যেখানে কেউ কাউকে বদলাতে চায় না,
বরং একে অপরের সবটুকু মেনে নেওয়ায় আনন্দ খুঁজে পায়।

সেখানে চাওয়া কম, দেওয়া বেশি।
কোনো অতিরিক্ত চাহিদা নেই,
নেই কোনো গোপন উদ্দেশ্যের ছায়া—
আছে কেবল এক উন্মুক্ত হৃদয়,
যে হৃদয় বলে—
“তোমার পাশে থাকার অর্থই আমার জীবনের সবচেয়ে বড় শান্তি।”

সেই প্রেমে নেই বাহুল্য, নেই আত্মপ্রবঞ্চনা—
আছে কেবল এক নির্ভেজাল ভালোবাসা,
যা নিজের মত করে আপন করে নেয়,
নেই শর্ত, নেই হিসেব।
শুধুই ভালোবাসা—যা সময় পেরিয়ে সম্পর্ককে করে আরও গভীর, আরও নিঃস্বার্থ।

ভালো থাকবেন 🤗 ভালোবাসবেন।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing