আজকাল চারপাশের জীবন যেন মিথ্যের দেয়ালে ঘেরা।
মানুষের কথায় সত্য কমে আসছে, প্রতিশ্রুতির ভেতর ফাঁক বাড়ছে, আর হাসির আড়ালেও লুকিয়ে থাকছে ভণ্ডামির মুখোশ। অথচ জীবন তো হওয়ার কথা ছিল এক নির্মল নদীর মতো—যেখানে স্বচ্ছ জলে সত্য ভেসে চলবে, ভালোবাসা ছড়িয়ে দেবে আশ্রয়, আর বিশ্বাস হবে একমাত্র ভরসা।
কিন্তু বাস্তব দৃশ্যপটে তার উল্টো চিত্র।
আজকাল চারপাশে দেখি—
	•	সম্পর্ক গড়া হয় স্বার্থের ওপর,
	•	বন্ধুত্বের ভেতরও হিসেব-নিকেশ,
	•	ভালোবাসার ভেতরও লুকানো প্রতারণা।
মিথ্যে হাসি, মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে যত্ন—এসবই একসময় আমাদের ভেতরকে ভীষণ শূন্য করে দেয়। তখন মনে হয়, আমরা যেন এক অন্তহীন মিথ্যের অরণ্যে হারিয়ে গেছি, যেখানে সত্যের আলো খুঁজে পাওয়া যায় না।
তবু আশার কথা হলো—
এই ভণ্ডামির মাঝেও কিছু মানুষ আছেন, যাদের চোখের ভেতর সত্যের দীপ্তি আছে, যাদের কথার ভেতর মিশে আছে আন্তরিকতার সুর। তারাই আসলে আমাদের পথ দেখায়। তারা প্রমাণ করে যে, সত্য এখনো হারায়নি, ভালোবাসা এখনো বেঁচে আছে।
আমাদের লড়াই হলো এই মিথ্যের দেয়াল ভেঙে সত্যের আলোয় পৌঁছানো।
সত্যিকারের মানুষকে খুঁজে নেওয়া।
নিজের ভেতর সততা বাঁচিয়ে রাখা।
কারণ শেষ পর্যন্ত—
জীবন কখনো মিথ্যের ভরসায় টিকে থাকে না। জীবন টিকে থাকে সেই অমলিন সত্যে, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর আন্তরিকতা একসঙ্গে হাত ধরে পথ চলতে পারে।

 
										             
	