নিজেই মানুষ হতে পেরেছি কিনা—
এই প্রশ্নের উত্তর খুঁজতেই কেটে গেল কতগুলো বছর।
প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখি,
একটা চেনা মুখ… অচেনা মন।
মানুষ হতে গিয়ে বুঝেছি—
মানুষকে খুঁজে পাওয়াটাই আসলে সবচেয়ে কঠিন।
চোখে দেখেছি অনেক মুখ,
কিন্তু খুব কম দেখেছি হৃদয়।
এই শহর, এই দুনিয়া ভরে আছে
মুখোশ আর ভান করা হাসিতে।
মানুষ?
অল্প কিছু, হাতে গোনা কিছু…
যাদের কাছে পৌঁছানোও যেন
একটা জীবনের সাধনা।
তবু হাল ছাড়ি না—
কারণ হয়তো কোনো এক সকালে
কারো ভেতর সত্যি একটা মানুষকে খুঁজে পাবো।
আর নিজের ভেতরও।