“মানসন্মান”—মধ্যবিত্তের অলিখিত বন্ধন

0 comments 66 views 1 minutes read

পৃথিবীর সবচেয়ে ওভাররেটেড জিনিসটির নাম, মানসন্মান।
যা মধ্যবিত্তের একমাত্র উত্তরাধিকার,
একটা মিথ, একটা ভূতের গল্প,
যেটা তাদের গর্বের প্রতীক হলেও প্রয়োজনে কাজে আসে না—
উল্টো দেয় ভার, শেকল, আর গলার ফাঁস।

এটা সেই শাড়ির কুচির মতো—
যা ধরে টেনে ধরতে ধরতে হাঁটে মানুষ,
কিন্তু হেঁটে যাওয়ার আনন্দটা থাকে না।
ভয় থাকে যদি কেউ দেখে ফেলে,
ভুল বোঝে, বা কথায় আঘাত করে।
ভয় থাকে—“কি বলবে লোকে?”

এই মানসন্মানের মোহে মানুষ চাকরি নেয়, ভালোবাসা ছাড়ে,
নিজের ইচ্ছেগুলোকে কফিনে ভরে রেখে আসে পেছনের ঘরে।
মধ্যবিত্ত জীবন মানে—
একটা সুন্দর মুখোশ পরে হাঁটা,
যার নিচে থাকে ক্লান্তি, অভিমান, আর বিসর্জিত স্বপ্ন।

তবু, একদিন বুঝতে হয়—
এই মানসন্মান কারও জীবনের গ্যারান্টি নয়,
এটা কেবল এক সামাজিক নাটকের সাজ।
যদি সাহস থাকে, তবে সেটাকে খুলে ফেলো।
কারণ আনন্দটা মুখোশের ভেতরে নয়—
আনন্দটা মুক্ত বাতাসে, নিজের মতো করে বাঁচার মাঝেই।

ভালো থাকবেন🤗ভালোবাসবেন।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing