আমি…
আমি সত্যিই ভেঙে পড়েছি আজ,
হৃদয়ের গভীরে জমে আছে রক্তক্ষরণ।
ঘুম আসে না,
চোখ বুজলেই শুধু শুনি ভেতরের কান্না।
আমি নিজেকেও আর বোঝাতে পারি না,
কেন এত ব্যথা, কেন এত শূন্যতা।
রাতের অন্ধকার যেন আমাকে গ্রাস করে,
আর আমি অসহায় হয়ে পড়ি
নিজেরই ভেতরের ঝড়ে।
আমি চাই শান্তি,
চাই একটু স্বস্তির শ্বাস—
কিন্তু যন্ত্রণা আঁকড়ে ধরে আমাকে
অদৃশ্য শৃঙ্খলের মতো।
তবুও ভেতরে ভেতরে আশা করি,
কোনো একদিন এই ক্ষরণ থেমে যাবে,
কোনো একদিন আমি আবার বলতে পারব—
আমি বেঁচে আছি,
আমি ভালো আছি।
ভালো থাকবেন🤗ভালোবাসবেন।
