সকল সম্পর্কের মধ্যে সবচেয়ে চমৎকার সম্পর্কটির নাম বন্ধুত্ব। হয়ত সেকারণেই আমরা প্রায়ই বলি, তুমি আমার বন্ধু, ভাই তুমি, তুমি বোন, তুমি সবকিছু। কিন্তু এই বলাটা আসলে কতটা সঠিক?
বন্ধুত্ব হলো আত্মার শক্তিশালী বন্ধন। মানুষের পারস্পরিক বিশেষ রক সম্পর্কের নাম বন্ধুত্ব। বন্ধুটি পাশে থাকলে কোনো কারণ ছাড়াই মানুষ সুখ অনুভব করে, হাসে, কৌতুক করে। কেননা স্নেহ, সহানুভূতি, সহমর্মিতা, সততা, পারস্পরিক বোঝাপড়া, সমবেদনা, আস্থা, নিজের যোগ্যতা এবং আর সকল অনুভূতিগুলো অকপটে যার কাছে প্রকাশ করা যায়, সে-ই বন্ধু। ঠিক একারণেই বন্ধুত্ব গড়ে তুলতে হলে দরকার বিশ্বাস, ভালোবাসা, উদারতা আর ত্যাগের মানসিকতা।
বন্ধুর আনন্দে লাফিয়ে উঠবে বন্ধু। পাগলামির চূড়ান্ত করবে। আবার বন্ধুর বিপদ দেখলে তাঁর কাঁধে কাঁধটি ঘেঁষে দাঁড়াবে।
মজার ব্যাপার হলো আপনাকে পরিকল্পনা করে বিশ্বাস করতে হবে না, হবে না ভালোবাসতে, আরোপিত ভাবে উদার হয়ে আত্মত্যাগও করতে হবে না। যিনি আপনার সত্যিকারের বন্ধু তাঁর জন্যে এই ব্যাপারগুলো এমনিতেই চলে আসবে। ঠিক একই ভাবে যিনি আপনাকে বন্ধু ভাবছেন আপনার ক্ষেত্রেও তাঁর পক্ষ থেকে এই জিনিস ঘটবে।
দার্শনিক বাটলার থেকে ধার করে বলি, বন্ধুত্ব টাকার মতো, রক্ষা করার চাইতে তৈরি করা সহজ।
বন্ধুত্ব নির্মাণ করা আসলে জরুরি নয়। বন্ধুত্ব তো ভালোবাসার মতো- হয়ে যায়। জরুরি হলো বন্ধুত্ব রক্ষা করা- যেমনটি বাটলার বলেছেন।