নিঃশব্দ অনুভব

একটি অনুচ্চারিত সম্পর্কের দিনলিপি

0 comments 12 views 2 minutes read

যদি কিছু মনে না করেন…

জীবন অনেকটা এক অদ্ভুত কথামালায় গাঁথা উপন্যাসের মতো।
প্রতিটি দিন যেন নতুন এক অধ্যায়—নতুন উপলব্ধি, নতুন প্রশ্ন, কখনও বা উত্তরহীনতার অনুরণন। আমরা সবাই আমাদের নিজস্ব ছকে চলি, নিজের মতো করে জীবনটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। কিন্তু কিছু সম্পর্ক, কিছু মানুষ, কিছু অনুভূতি এমন হয়—যার ব্যাখ্যা কোনো ভাষায় সম্ভব হয় না।

আপনার আর আমার পথ আজ ভিন্ন।
দুটি সমান্তরাল রেখার মতো চলেছি আমরা—একই পৃথিবীর আকাশের নিচে, কিন্তু দু’টি আলাদা ছায়ায়।

কিন্তু জানেন, আসল পার্থক্যটা কোথায়?

আমি আপনাকে আজও অনুভব করি,
অথচ আপনি কখনো তা বুঝতে পারেননি… বা বোঝার প্রয়োজন বোধ করেননি।
সেই অনুভবের ভাষা ছিল না হয়তো আপনার অভিধানে,
অথবা আপনি ব্যস্ত ছিলেন—নিজের জীবনের অনুচ্ছেদের খসড়া নিয়ে।

তবুও এই মন রয়ে গেছে এক অদ্ভুত বিশ্বাসে,
একটা নিঃশব্দ প্রার্থনায়।
কারণ ভালোবাসা তো কোনো চুক্তি নয়,
ভালোবাসা মানে প্রত্যাশা না রেখেও, প্রার্থনায় থাকা।

আপনার জীবনে আলো আসুক,
আপনার প্রতিটি সকাল হোক নির্ঝঞ্ঝাট।
আপনি ভালো থাকুন 🤗 ভালোবাসুন—এটাই আমার একান্ত চাওয়া।

শেষে শুধু এটুকুই বলি—
ভালোবাসা সবসময়ই পারস্পরিক বোঝাপড়ার ফল নয়,
অনেক সময় সেটা নিঃশব্দ উপলব্ধির মধ্য দিয়েই বেঁচে থাকে।

ভালো থাকবেন🤗ভালোবাসবেন।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing