ধর্মান্ধতা: মুখোশের আড়ালে অন্ধ বিশ্বাস

0 comments 60 views 2 minutes read

ধর্ম কখনো কারো শত্রু নয়। ধর্ম—মানুষের আত্মা আর হৃদয়ের গভীরে প্রোথিত এক আলো, যা মানুষকে সত্য, সহানুভূতি ও ন্যায়ের পথে নিয়ে চলে। কিন্তু সেই আলোকবর্তিকা যখন অন্ধ অনুসরণের মুখোশে ঢেকে যায়, তখনই জন্ম নেয় এক ভয়াবহ ছায়া—ধর্মান্ধতা।

ধর্মান্ধ মানুষ চিন্তা করে না, প্রশ্ন করে না—সে শুধু অনুসরণ করে। সে ভাবতে শেখেনি, ভালোবাসতে জানে না, আর সহনশীলতার কাছে সে দায়বদ্ধ নয়। এই অন্ধত্ব—ধর্মের নয়, বরং নিজস্ব সংকীর্ণতার।

সব ধর্ম, সব দেশ, সব সময়েই এমন কিছু মানুষ থাকে, যারা ধর্মের নামে ঘৃণা ছড়ায়, বিভাজন ঘটায়, ক্ষমতার মোহে আস্থা হারায়। তারা শিয়ালের মতো ডাক দেয়—ভিন্ন ভাষায়, কিন্তু একই সুরে। তাদের উদ্দেশ্য বিশ্বাস নয়, প্রভাব বিস্তার।

ধর্মান্ধতা আমাদের ভাবনার দিগন্ত সংকুচিত করে দেয়। সেখানে প্রশ্ন করা মানে অপরাধ। অথচ প্রকৃত বিশ্বাসের গভীরে রয়েছে মানবতা, সহনশীলতা ও মমতা।

মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মনুষ্যত্ব।
ধর্ম যদি মানুষকে মানুষ হতে শেখায়, তবে ধর্মান্ধতা তাকে অমানুষ করে তোলে।

আমাদের প্রয়োজন আলো জ্বালানোর—not in blind belief, but in awakened compassion.
কারণ ধর্মের আসল শিক্ষা—ভালোবাসা, আর অন্ধতার আসল রূপ—ভয়।

ভালো থাকবেন🤗ভালোবাসবেন।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing