কৃতজ্ঞতার ঋণ: রক্তদান কর্মসূচির সফলতার গল্প

0 comments 45 views 2 minutes read

আমার অন্যতম একটি ভালো লাগা হলো কাউকে ধন্যবাদ জানাতে পারা। আজ সেই ভালো লাগাটিই আমার অন্তরে প্রবলভাবে জাগ্রত হয়েছে। আমি সত্যিই কিছু মানুষকে ধন্যবাদ জানাতে চাই—যদিও জানি, আমার এই ধন্যবাদ তাদের প্রাপ্য অবদানের তুলনায় অতি সামান্য। কিন্তু কৃতজ্ঞতা ছাড়া তাঁদেরকে দেওয়ার মতো আর কিছুই আমার নেই।

১৫ আগস্ট শাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা একটি রক্তদান কর্মসূচির আয়োজন করেছিলাম। শুরুতে আমার মনেও সংশয় ছিল—আয়োজনটি কতটা সফল হবে, মানুষ কতটা সাড়া দেবে। কিন্তু কর্মসূচিটি যেভাবে সফলতা অর্জন করেছে, তাতে আমি শুধু বিস্মিতই নই, গভীরভাবে আবেগাপ্লুতও হয়েছি।

এই সফলতার কৃতিত্ব আমার নয়, বরং আপনাদের সবার।
প্রথমেই ধন্যবাদ জানাই আমার পরম আপন জ্যাকসন হাইটস এলাকাবাসীকে। এরপর শাহ্ ফাউন্ডেশনের ডিরেক্টর একেএম ফজলুল হক, মইনুল ইসলাম, ফাহাদ সোলায়মান, মইনুজ্জামান চৌধুরী এবং আমাদের নিবেদিতপ্রাণ টিম মেম্বারদের। ধন্যবাদ সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, ফটো সাংবাদিক নেহার সিদ্দিকী ও মিডিয়ার সকল সহকর্মীদের। বিশেষভাবে কৃতজ্ঞ নবান্ন রেস্টুরেন্টের প্রতি—তাদের অকৃত্রিম সহযোগিতা আমাদের কর্মসূচিকে আরও সমৃদ্ধ করেছে।

আরেকটি গুরুত্বপূর্ণ নাম অবশ্যই আসবে—আমার পরিবার। তাঁদের অবিচল সমর্থন ও অনুপ্রেরণা ছাড়া এই উদ্যোগ সম্ভবই হতো না।

এছাড়াও আরও অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও সহযোগী আছেন, যাদের নাম একে একে বলা সম্ভব নয়। আপনাদের প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও নিংড়ানো ভালোবাসা।

শাহ্ জে. চৌধুরী
প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট
শাহ্ ফাউন্ডেশন

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing