মরণ যখন আসবে চুপিচুপি,
আমি তখন থাকবো একা—নিস্তব্ধ, নিঃস্ব।
না থাকবে স্বর্ণের কঙ্কণ,
না থাকবে ব্যস্ত শহরের দম্ভ।
নিয়ে যাবো না টাকা, না সঞ্চয়,
না কোনো চিঠি, না পুরস্কার।
সব পড়ে থাকবে এই জগতের ধুলায়—
যা আজ মনে করি অহংকার।
তবে যদি নিয়ে যাই কিছু,
তা হবে—
তোমার চোখের শেষ ভালোবাসার ছায়া,
একটি শিশুর হাসির অনুরণন,
মায়ের ছুঁয়ে দেওয়া কপালের তিলক,
বন্ধুর নিঃশব্দ কান্নার স্বীকৃতি।
আমি রেখে যাবো আমার গন্ধ,
একটু স্মৃতি, কিছু কথা,
আর কিছু অপূর্ণতা—
যা তোমাদের মনে প্রশ্ন জাগাবে,
“সে কি সত্যিই ভালো ছিলো?”
ভালো থাকবেন🤗ভালোবাসবেন।