করমা: জীবনের প্রতিধ্বনি

(যা দাও, তাই ফিরে আসে)

0 comments 58 views 2 minutes read

আমরা অনেক সময় ভুলে যাই—জীবন আসলে এক মহা প্রতিধ্বনি।
তুমি যা উচ্চারণ করো, যা দাও এই জগতে, ঠিক সেরকমই শব্দ ফিরে আসে তোমার কাছে।
ভালোবাসা ছড়ালে ভালোবাসা ফিরে আসে।
ঘৃণা ছড়ালে ঘৃণা ফিরে আসে।
এটাই করমার সহজ কিন্তু অমোঘ সত্য।

আমরা প্রতিদিন অজস্র কাজ করি—কেউ দেখে, কেউ দেখে না।
কিন্তু এই জীবনের দেয়ালগুলো সব শোনে, সব ধরে রাখে।
কারও চোখে অশ্রু ঝরালে, সেই অশ্রুর নোনাজল একদিন তোমারও মন ভিজিয়ে যাবে।
কারও হৃদয়ে আলো জ্বালালে, সেই আলো ঠিকই তোমার অন্ধকার ঘরে এসে জ্বলে উঠবে।

এই জন্যই বলা হয়—

“করমা হলো জীবনের প্রতিধ্বনি—যা উচ্চারণ করো, তাই শোনাবে পৃথিবী।”

জীবনকে সুন্দর করতে চাইলে, আগে নিজের মনের সুরটা ঠিক করো।
মধুর কথা বলো। সত্যের পথে হাঁটো।
অন্যের কষ্ট লাঘব করো।
কখনোই এমন কিছু কোরো না যা কাউকে অকারণে অন্ধকারে ফেলে দেয়।
কারণ সেই অন্ধকারের প্রতিধ্বনি একদিন তোমার জানালায়ও এসে কাঁপাবে বাতাস।

অবশেষে, করমা আমাদের মনে করিয়ে দেয়—
আজ তুমি কী উচ্চারণ করেছো? ভালোবাসা? নাকি ঘৃণা? আলো? নাকি অন্ধকার?
যা বলো, তাই ফিরে আসবে।
যা দাও, তাই শোনাবে এই মহাশূন্য।

ভালো থাকো। ভালোবাসো।
জীবনের এই প্রতিধ্বনি-সত্যকে মনে রেখে পথচলা হোক সবার।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing