আমি চলে গেলে,
কি-ই বা থাকবে এই সংসারে আমার নামে?
দু’চারটি ছবি? কিছু বস্তু?
নাকি কিছু নামহীন স্মৃতি, যা ধীরে ধীরে ঝাপসা হয়ে যাবে?
আমি জানি,
সমস্ত সম্পদ, সুখ-সুবিধা, অর্জন—
মৃত্যুর দরজায় এসে দাঁড়ালে
তা কিছুই নয়, কেবল এক ছায়া।
তবে আমি ভাবি,
যদি রেখে যেতে পারি কিছু,
তবে তা হোক একফোঁটা ভালোবাসা,
একটুখানি সাহস কারও হৃদয়ে।
যদি কেউ কোনোদিন বলে—
“সে ছিলো এক উদার মন,
যার ছোঁয়ায় আমি বদলে গেছি,”
তবে তাতেই আমার অমরত্ব।
আমি সত্য জানি—
শরীর বিলীন হয়, নাম মুছে যায়,
তবুও কিছু অনুভব বেঁচে থাকে,
যা সময়ের সীমানা পেরিয়ে
নিঃশব্দে বলে—
“সে ছিলো। সে ভালোবেসেছিল।”
ভালো থাকবেন🤗ভালোবাসবেন।