আজ বাবা দিবস।
আমি একজন গর্বিত বাবা।
আমার তিন সন্তান—ফৌজিয়া, সাদিয়া এবং সালমান—তাদের ভালোবাসা, সংগ্রাম, এবং সাফল্যই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন।
তাদের চোখে আমি প্রতিদিন নতুন স্বপ্ন দেখি।
তাদের প্রতিটি হাঁটা, পড়ে যাওয়া, উঠে দাঁড়ানো—আমার বুকের ভিতর এক একটা বিজয় উদযাপন।
কিন্তু আজ আমি যদি গর্বের সঙ্গে বলতে পারি—“আমি একজন বাবা,”
তাহলে তার সম্পূর্ণ কৃতিত্ব যাঁর, তিনি হলেন আমার জীবনসঙ্গী, হোসনেয়ারা।
এই মায়াবী নামের এক নারী—
যিনি নিজের সব স্বপ্ন, নিজের সব সুখ, এমনকি নিজের অস্তিত্ব পর্যন্তও আমাদের সন্তানদের জন্য উৎসর্গ করে দিয়েছেন।
তিনি কোনোদিন কোনো কিছু চায়নি…
শুধু চেয়েছেন, ফৌজিয়া, সাদিয়া আর সালমান যেন মানুষ হয়।
যখন আমি কাজ নিয়ে দূরে ছিলাম,
তিনি ছিলেন ঘরের পিলার, সন্তানের ছায়া, সংসারের নীরব সৈনিক।
তিনি প্রতিদিন সন্তানদের মন বোঝার চেষ্টা করেছেন,
তাদের পড়াশোনা, আবেগ, স্বপ্ন আর আতঙ্ক—সবকিছুর পাশে থেকেছেন।
আজ আমাদের সন্তানেরা যা কিছু অর্জন করেছে—
তার প্রতিটি কণা, প্রতিটি সাফল্য,
আমি উৎসর্গ করছি হোসনেয়ারাকে।
কারণ তিনি শুধু একজন মা নন—
তিনি একজন শিল্পী, যিনি নিখুঁত হাতে মানুষ গড়ে তুলেছেন।
আজ বাবা দিবসে আমি নিজেকে গর্বিত বলি,
কিন্তু সেই গর্বের পেছনে আছে একজন স্ত্রীর নিঃশব্দ আত্মত্যাগ।
শুভ বাবা দিবস আমার সন্তানদের জন্য—
আর হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা সেই নারীর জন্য,
যার নিঃশর্ত ভালোবাসা আমাদের সন্তানদের জীবনকে গড়ে তুলেছে।