আমার ভেতরে অনেকদিন ধরে বেঁচে আছে একটি বিশ্বাস।
একটি ধ্রুব সত্যের মতো—
আমরা আর কোনোদিন ফিরে আসবো না।
পৃথিবী আমাদের কাছে যেমন মায়াবী,
আমরা কিন্তু তার কাছে অমর নই।
একদিন ধারাবাহিকতার পথ বেয়ে,
আমাদেরও বিদায় হবে এই আলো-হাওয়ার শহর থেকে।
যেমন প্রতিটি দুপুর শেষে নামে সন্ধ্যা,
যেমন প্রতিটি অঞ্জলি ফুরিয়ে যায় বাতাসে—
আমাদেরও ফুরিয়ে যেতে হবে।
তবু আমরা ভুলে যাই এই শাশ্বত নিয়তি।
ভুলে যাই, যে মানুষটিকে হেসে ডাকতে পারতাম আজ,
সেই মানুষটি হয়তো কাল আর থাকবে না।
যে অভিমানের বোঝা আজ বুকে জমে আছে,
কাল সে বোঝার আর কোনো মানে থাকবে না।
আমরা প্রতিদিন একটুখানি করে মৃত্যুর দিকে হাঁটি—
কিন্তু তবু বাঁচি এমনভাবে, যেন বেঁচে থাকবো চিরকাল।
আমার ভালো লাগার এই বিশ্বাস তাই আমাকে শিখিয়েছে—
জীবনকে হেলাফেলা নয়,
মানুষকে অবহেলা নয়।
আমরা যতোদিন আছি, ততোদিন ভালোবাসার কুড়ি যেন ফোটাতে পারি।
কাউকে কষ্ট না দিয়ে যেতে পারি।
আমাদের উপস্থিতি হোক কারো কাছে আশীর্বাদ, কারো কাছে আলো।
আমরা আর ফিরবো না।
তাই, বেঁচে থাকা মানেই—প্রতিদিন একটুখানি ভালো থাকা,
প্রতিদিন একটু বেশি ভালোবাসা দেওয়া।
তাই আমি আজও বলি…
যেন এই কথাগুলো বাতাসে ভেসে যায় সবার কাছে—
ভালো থাকবেন 🤗 ভালোবাসবেন।